Bomb Threat Delhi | দিল্লির ৪০টিরও বেশি স্কুল ক্যাম্পাসে বোমাতঙ্ক! ২০২৪ সালে ভুয়ো হুমকি বেড়েছে প্রায় ৭১৪.৭ শতাংশ
Monday, December 9 2024, 8:01 am
Key Highlights
রবিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই হুমকি ই মেইল পাঠানো হয়েছে। তাতে লেখা হয়েছে, ৪০টিরও বেশি স্কুলের ক্যাম্পাসে বোমা রাখা হয়েছে।
বছর শেষে ফের রাজধানী দিল্লির একাধিক স্কুল বোমা মেরে ওড়ানোর হুমকি! জানা গিয়েছে, রবিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই হুমকি ই মেইল পাঠানো হয়েছে। তাতে লেখা হয়েছে, ৪০টিরও বেশি স্কুলের ক্যাম্পাসে বোমা রাখা হয়েছে। হুমকির সঙ্গে মেইলে ৩০ হাজার মার্কিন ডলারও চাওয়া হয়েছে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ই মেইল প্রেরকের আইপি অ্যাড্রেস ট্রেস করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালে স্কুল, উড়ান, হোটেল, বিমানবন্দরে বোমাতঙ্কের হুমকি ঘটনা ঘটেছে ৯৯৪টি। এক বছরে ভুয়ো বিস্ফোরণের হুমকি বেড়েছে প্রায় ৭১৪.৭ শতাংশ।
- Related topics -
- দেশ
- ভারত
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- বোমাতঙ্ক