Delhi Bomb Threat | রাজধানী দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, তড়িঘড়ি পড়ুয়াদের বাড়ি পাঠালো কতৃপক্ষ, চলছে তল্লাশি অভিযান

তড়িঘড়ি স্কুলগুলি থেকে বার করা হচ্ছে পড়ুয়াদের। শুরু হয়েছে তল্লাশি।
শনিবার সকাল ৬.৩০ মিনিটে নজফগড়ের একটি স্কুল থেকে দিল্লির ফায়ার সার্ভিসের কাছে ফোন আসে। জানানো হয় বোমা হুমকি পেয়েছে তাঁরা। দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং সর্বোদয় পাবলিক স্কুলেও ছড়ায় বোমাতঙ্ক। স্কুলগুলিতে সেই সময়ে পরীক্ষা চলায় ভিড় ছিল কচিকাঁচাদের। দ্রুত তাঁদের পরীক্ষা থামিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্কুল খালি করে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। সেপ্টেম্বর মাসে এই নিয়ে তিনবার বোমাতঙ্কের ঘটনা ঘটলো রাজধানীতে। দুবার দুষ্কৃতীদের টার্গেট হলো পাবলিক স্কুলগুলি।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- বোমাতঙ্ক
- বোমা বিস্ফোরণ