Rajinikanth-Dhanush | সুপারস্টার রজনীকান্ত-ধনুষের বাড়িতে বোমাতঙ্ক, তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড

Wednesday, October 29 2025, 5:35 am
highlightKey Highlights

কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় সুপারস্টার রজনীকান্ত ও তাঁর প্রাক্তন জামাই ধনুষের বাড়ি।


দক্ষিণী তারকা রজনীকান্ত ও ধনুষের বাড়িতে বোমা হুমকি। সূত্রের খবর, সম্প্রতি তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে বার্তা আসে, পারস্টার রজনীকান্ত ও তাঁর প্রাক্তন জামাই ধনুষের বাড়িতে বোমা রাখা আছে। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় দুটো বাড়িকেই। তদন্ত শুরু করে চেন্নাই পুলিশ। দুটি বাড়ি তন্ন তন্ন করে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। চেন্নাই পুলিশের তরফে জানিয়েছে, দু’জনের বাড়ি থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। উল্লেখ্য, গত কয়েকমাসে এরকম বহু ভুয়ো মেল পৌঁছচ্ছে তারকা-সহ বিশিষ্ট ব্যক্তিদের কাছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File