Patna Airport | বিমানবন্দরে বোমাতঙ্ক, ইমেইলে পাঠানো হলো হুমকি, তড়িঘড়ি বাতিল ফ্লাইট

Saturday, July 12 2025, 5:18 pm
highlightKey Highlights

পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক! শনিবার দুপুরে বিমানবন্দর কতৃপক্ষকে একটি হুমকি ইমেল পাঠানো হয়।


শনিবার দুপুরে পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টরের ইমেলে একটি হুমকি চিঠি পাঠানো হয়। তাতে লেখা ছিল, ‘বিমানবন্দরের ভিতরে বোমা রাখা আছে। বিস্ফোরণের জেরে মৃত্যু হতে পারে বহু মানুষের।’ এরপরই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বিমানবন্দর চত্বর। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। গোটা বিমানবন্দরজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। যদিও এখনও অবধি কোনো বোমার অসন্ধান মেলেনি। তদন্তকারীদের আশঙ্কা হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা আরো কড়া হয়েছে বিমানবন্দরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File