Kolkata Airport | ফের কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক! সাতটি বিমানের জরুরি অবতরণ করানো হয়
Thursday, October 24 2024, 2:05 pm

কলকাতা থেকে যাতায়াত করা ১১টি বিমানে এবং বিমানবন্দরে বোমা সন্ধানের কাজ শুরু হয়।
ফের হুমকি কলকাতা বিমানবন্দরে! বৃহস্পতিবার টুইট করে জানানো হয়, ‘পার্ক করা বিমানে এবং বিমানবন্দরে আমি বোমা রেখেছি। কেউ জীবিত বেঁচে বেরোতে পারবে না।’ এই খবর মিলতেই কলকাতা থেকে যাতায়াত করা ১১টি বিমানে এবং বিমানবন্দরে বোমা সন্ধানের কাজ শুরু হয়। সাতটি বিমানের জরুরি অবতরণ করানো হয়। এর ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। সাইক্লোন দানার কারণে সন্ধে ছ’টায় কলকাতা বিমাবন্দর বন্ধ করে দেওয়ার কথা থাকলেও তারও ৪৫ মিনিট পরে শেষ উড়ান ছেড়ে যায়।