Dharmendra | হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র, বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক চিকিৎসক বলেন, হাসপাতাল থেকে বর্ষীয়ান অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার প্রকাশ্যে এসেছিল, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেল্টিলেশনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছিল। যদিও অভিনেতার মেয়ে এষা দেওয়াল জানিয়েছিলেন, তাঁর বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অবশেষে স্বস্তির খবর। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ধর্মেন্দ্র। বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, এবার থেকে বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর।
- Related topics -
- বিনোদন
- ধর্মেন্দ্র দেওল
- অভিনেতা
- বলিউড
- অসুস্থ
