Manoj Kumar | বলিউডে নক্ষত্র পতন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার!
Friday, April 4 2025, 3:15 am
Key Highlightsপ্রয়াত বলিউডের অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। দেশাত্মবোধক সিনেমায় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি।
শোকস্তব্ধ বলিউড। প্রয়াত হলেন বলিউডের অভিনেতা ও পরিচালক 'মনোজ কুমার' ওরফে ভরত কুমার। হৃৎরোগ জনিত সমস্যা এবং লিভার সিরোসিসে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। শুক্রবার ভোররাতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৫৭ সালে 'ফ্যাশন' সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবনে 'কাচ কি গুড়িয়া' (১৯৬১), 'পূরব ওউর পশ্চিম', 'ক্রান্তি'র মতো দেশাত্মবোধক সিনেমা করে দর্শকদের মন জয় করেছিলেন। পেয়েছিলেন 'দেশপ্রেমী' আখ্যাও।

