Urmila Matondkar | বয়সে ১০ বছরের ছোট স্বামীকে ডিভোর্স দিতে চলেছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর

Wednesday, September 25 2024, 11:24 am
Urmila Matondkar | বয়সে ১০ বছরের ছোট স্বামীকে ডিভোর্স দিতে চলেছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর
highlightKey Highlights

৮ বছরের সম্পর্কের ইতি টানলেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর।


৮ বছরের সম্পর্কের ইতি টানলেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। স্বামী মহসিন আখতার মীরকে ডিভোর্স দিতে চলেছেন ঊর্মিলা। মুম্বইয়ের আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন অভিনেত্রী। সূত্রের খবর, পারস্পরিক সম্মতিতে হচ্ছে না এই বিচ্ছেদ। বিচ্ছেদের আসল কারণ এখনও অজানা। ঊর্মিলা এবং মহসিন আখতার মীর ৪ ফেব্রুয়ারি, ২০১৬ সালে গোপনে বিয়ে করেন। সেই সময় তাঁদের বিয়ে নিয়ে নানা চর্চাও হয়েছিল। কারণ, তাঁরা দুজন ভিন্ন ধর্মের। পাশাপাশি বয়সের পার্থক্যও ছিল প্রায় বছর দশের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File