মদের গ্লাস হাতে ছবি পোস্ট! নেটদুনিয়ার তীব্র রোষানলে অভিনেত্রী হুমা কুরেশি।
Friday, December 11 2020, 11:42 am
Key Highlightsসোশ্যাল মিডিয়ায় হুমা কুরেশির একটি ছবি নিয়ে রীতিমতো নিন্দার ঝড়। তা কী এমন করলেন বলিউড অভিনেত্রী যা নিয়ে বিতর্ক তুঙ্গে? আসলে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন হুমা। সেখানেই দেখা যাচ্ছে তাঁর হাতে মদের গ্লাস। আর টেবিলের উপর রাখা মদের বোতল। সঙ্গে লিখেছেন, “শীতেও যখন মুম্বইয়ে গ্রীষ্মকাল অনুভূত হয়, তখন আমি এভাবেই নিজেকে রিফ্রেশ করে নিই।” এরপরই রিফ্রেশ হতে চাইলে কীভাবে পেগ তৈরি করতে হবে, সে রেসিপিও শিখিয়ে দিয়েছেন হুমা। কিন্তু নেটিজেনদের একাংশে হুমার এই কাণ্ডকারখানার বিরুদ্ধে সুর চড়ান।
- Related topics -
- সেলিব্রিটি
- অভিনেত্রী
- বলিউড
- হুমা কুরেশি
- ট্রোলড

