Disha Patani | বলিতারকা দিশা পাটনির বাড়ির বাইরে গুলিবর্ষণ অজ্ঞাতপরিচয় আততায়ীদের! তদন্তে পুলিশ
Friday, September 12 2025, 4:33 pm

গভীর রাতে কিছু অজ্ঞাতপরিচয় আততায়ী অভিনেত্রীর বাড়ির সামনে তিন থেকে চার রাউন্ড গুলি চালিয়েছে।
ফের দুষ্কৃতীদের টার্গেট বলিতারকা। এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে চললো গুলি। উত্তরপ্রদেশের বেরিলিতে অভিনেত্রীর একটি বাড়ি আছে। স্থানীয় পুলিশ সূত্ৰে খবর, বৃহস্পতিবার গভীর রাতে অভিনেত্রীর বেরিলির বাড়ির সামনে তিন থেকে চার রাউন্ড গুলি চালায় কিছু অজ্ঞাতপরিচয় আততায়ী। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। ইতিমধ্যেই আততায়ীদের খুঁজতে অনুসন্ধান অভিযান শুরু করেছে পুলিশ। কেন তাঁরা গুলি চালালো তা জানার চেষ্টা হচ্ছে।
- Related topics -
- বিনোদন
- গুলি বর্ষণ
- বলিউড
- উত্তরপ্রদেশ
- ভারতীয় অভিনেত্রী
- অভিনেত্রী