রাজপুতের পর আরও একবার ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, বলিউডের আসিফ বসরার রহস্যময় মৃত্যু !

Thursday, November 12 2020, 12:30 pm
রাজপুতের পর আরও একবার ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, বলিউডের আসিফ বসরার রহস্যময় মৃত্যু !
highlightKey Highlights

বলিউডে আরও একবার ঘটল আত্মহত্যার ঘটনা, আবার এক নক্ষত্র পতন। বলিউডের একজন বিশিষ্ট চরিত্রাভিনেতা হলেন আসিফ বসরা, সম্প্রতি তিনি OTT প্লাটফর্মেও কাজ করেছেন। তিনি হিমাচল প্রদেশের কাংরা জেলায় ধর্মশালার ম্যাকলিয়ডগঞ্জের একটি বেসরকারি গেস্টহাউসে গত ৫ বছর ধরে এক বিদেশী বান্ধবীর সাথে ভাড়া ছিলেন। আজ তাঁর ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার করল পুলিশ, কিন্তু ঘটনাটি যথেষ্ট রহস্যজনক। প্রাথমিকভাবে পুলিশের ধারণা দীর্ঘদিন অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। ফরেন্সিক ও পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File