Ghola | ফের ট্রলি ব্যাগে মিললো সেলোটেপ মোড়ানো মৃতদেহ, কল্যাণী থেকে গ্রেফতার ১

মঙ্গলবার ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি গাড়ির মধ্যে থেকে ট্রলি ব্যাগে থেকে এক যুবকের মৃতদেহ পাওয়া গেল।
ফের ট্রলি ব্যাগে মিললো মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯টা ১৫ নাগাদ দমদমের নাগেরবাজার থেকে দু’জন যুবুক একটি ক্যাব ভাড়া করে। ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করায় তারা। অন্ধকারে গাড়ি থামানো নিয়ে ক্যাবচালকের সঙ্গে বচসা হয় তাদের। টহলরত পুলিশ এসে গাড়ির তল্লাশি নিতেই একটি ট্রলিব্যাগ উদ্ধার হয়। ট্রলি থেকে বস্তাবন্দি, মুখে সেলোটেপ জড়ানো একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। এক যুবক পালিয়েছে, আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।