R G Kar | কী রঙের চাদরে ঢাকা ছিল 'তিলোত্তমা'র দেহ? ৯ আগস্ট ঠিক কখন মৃত্যু হয় তরুণী চিকিৎসকের? আরজি কর কান্ড নিয়ে একের পর এক রহস্য

Thursday, August 29 2024, 5:33 pm
R G Kar | কী রঙের চাদরে ঢাকা ছিল 'তিলোত্তমা'র দেহ? ৯ আগস্ট ঠিক কখন মৃত্যু হয় তরুণী চিকিৎসকের? আরজি কর কান্ড নিয়ে একের পর এক রহস্য
highlightKey Highlights

নির্যাতিতার মা বলছেন,'রাত ৩টের সময় একজন দেখে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে নীল চাদর গায়ে দেওয়া।


নিহত নির্যাতিতার দেহ ঢাকা ছিল কী রঙের চাদরে? ঠিক কখন মৃত্যু হয়েছিল 'তিলোত্তমা'র? উঠছে প্রশ্ন। নির্যাতিতার মা বলছেন,'রাত ৩টের সময় একজন দেখে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন সবুজ চাদর দিয়ে গা ঢাকা।' অন্যদিকে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ৯ আগস্ট ভোর ৩টে থেকে সকাল ৬টার মধ্যে মৃত্যু হয় 'তিলোত্তমা'র। কিন্তু শ্মশানের রেজিস্টারের কপি বলছে নির্যাতিতার মৃত্যু হয় দুপুর ১২টা ৪৪ মিনিটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File