শহর কলকাতা

EM Bypass | ইএম বাইপাসে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! রাস্তার গর্তের কারণেই কি মৃত্যু ব্যক্তির?

EM Bypass | ইএম বাইপাসে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! রাস্তার গর্তের কারণেই কি মৃত্যু ব্যক্তির?
Key Highlights

সোমবার সকালে ইএম বাইপাসে রুবি মোড়ের কাছে মন্দিরপাড়া এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহ থেকে কিছু দূরে উদ্ধার হয়েছে তার স্কুটারও।

সপ্তাহের শুরুতে শহর কলকাতার রাস্তা থেকে উদ্ধার যুবকের দেহ! সোমবার সকালে ইএম বাইপাসে রুবি মোড়ের কাছে মন্দিরপাড়া এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহ থেকে কিছু দূরে উদ্ধার হয়েছে তার স্কুটারও। প্রাথমিক তদন্তে অনুমান, যুবকের দেহ যেখানে পড়ে ছিল তার কিছুটা আগেই রাস্তায় একটি গর্ত তৈরি হয়েছে। সেই গর্তে স্কুটারের চাকা পড়ে নিয়ন্ত্রণ হারান যুবক। এর পর স্কুটার থেকে ছিটকে ডিভাইডারে পড়েন তিনি। আর সেই আঘাতেই মৃত্যু হয় ওই যুবকের।