Pune | সোফার মধ্যে থেকে উদ্ধার 'নিখোঁজ' স্ত্রীর দেহ! সেই সোফার ওপরই দু’টো রাত কাটিয়েছিলেন স্বামী

Monday, November 11 2024, 8:49 am
Pune | সোফার মধ্যে থেকে উদ্ধার 'নিখোঁজ' স্ত্রীর দেহ! সেই সোফার ওপরই দু’টো রাত কাটিয়েছিলেন স্বামী
highlightKey Highlights

যে সোফার ওপর বসে 'নিখোঁজ' স্ত্রীকে নিয়ে চিন্তা করে দুরাত কাটিয়েছেন স্বামী, সেই সোফার ভেতর থেকেই মিললো স্ত্রীর দেহ!


যে সোফার ওপর বসে 'নিখোঁজ' স্ত্রীকে নিয়ে চিন্তা করে দুরাত কাটিয়েছেন স্বামী, সেই সোফার ভেতর থেকেই মিললো স্ত্রীর দেহ! পুনেতে দু’দিন ধরে নিখোঁজ ছিলেন ক্যাব চালক উমেশের স্ত্রী স্বপ্নালী। স্ত্রীর খোঁজে বিভিন্ন প্রান্তে খোঁজ করতে থাকেন উমেশ। পুলিশে মিসিং ডায়েরিও করেছিলেন। পরে বাড়ির সোফার মধ্যে স্ত্রীর নিথর দেহ খুঁজে পান উমেশ। পুলিশের প্রাথমিক সন্দেহ, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে স্বপ্নালীকে খুন করা হয়। এমনকি পুলিশ সূত্রের দাবি, পরিচিত কাউকে দেখে সপ্নালী দরজা খুলে দিয়েছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File