RJ Simran | ২৫ বছরে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় RJ ও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সিমরন সিংয়ের দেহ
গুরুগ্রামের ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় ফ্রিলান্স রেডিও জকি জম্মু ও কাশ্মীরের সুন্দরী সিমরান সিংহর মৃতদেহ।
মাত্র ২৫ বছরেই থেমে গেলো সব। গুরুগ্রামের ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় ফ্রিলান্স রেডিও জকি জম্মু ও কাশ্মীরের সুন্দরী সিমরান সিংহর মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রাম সেক্টর ৪৭ এর তাঁর ভাড়ার এপার্টমেন্ট থেকেই আরজে সিমরানকে মৃত অবস্থায় উদ্ধার হয়। যদিও পুলিশকে এই খবর দিয়েছিল সিমরানেরই এক বন্ধু। জনপ্রিয় রেডিও জকি এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সিমরন সিং আত্মহত্যা করেছেন বলে খবর। কিন্তু ঠিক কী কারণে তিনি এরম চরম সিদ্ধান্ত নিলেন তা এখোনও স্পষ্ট নয়।
- Related topics -
- বিনোদন
- রেডিও সম্প্রচার
- রেডিও হোস্ট
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া
- আত্মহত্যা