বৃদ্ধ দম্পতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য পরিবেশ গিরিশ পার্কের রামদুলালে !
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsউত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকার রামদুলাল সরকার স্ট্রিটে একটি বহুতলের তিন তলায় থাকতেন এক বয়স্ক দম্পতি। তাঁদের নাম বিশ্বজিৎ মিত্র (৭১) এবং শিপ্রা মিত্র (৬৮)। গত মঙ্গলবার সকালে পাড়া-প্রতিবেশীরা দুর্গন্ধ পেলে স্থানীয় থানায় খবর দেয়। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীদের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে তাঁদের দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করে চিকিৎসকরা। পাওয়া যায়নি কোনো সুইসাইড নোট, কি কারণে ঘটল এমন ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরিষ্কার হবে।