Haridevpur | দরজার নিচ থেকে গড়িয়ে আসছে রক্ত! দেহে ধরেছে পচন! বন্ধ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার মহিলার দেহ
জানা গিয়েছে, চলতি মাসের ১৭ তারিখ ওই মহিলা ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন ওই বাড়িতে। স্বামী বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে থাকতেন।
দরজার নিচ থেকে গড়িয়ে আসছে রক্ত! কলকাতার জোকার ডায়মন্ড পার্ক এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলার হাত পা বাঁধা দেহ! পুলিশ সূত্রে খবর, মহিলার মুখের ভেতরে জোর করে ঢোকানো হয় গামছা। জানা গিয়েছে, চলতি মাসের ১৭ তারিখ ওই মহিলা ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন ওই বাড়িতে। স্বামী বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে থাকতেন। তবে সেই ব্যক্তি পলাতক। পুলিশ জানিয়েছে, মহিলার গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এমনকি দেহে পচন ধরতে শুরু করেছে। অন্তত এক বা দু’দিন আগে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- খুন
- পুলিশ
- মৃতদেহ