Telangana Tunnel Collapse | উদ্ধার তেলেঙ্গনার সুড়ঙ্গে আটকে থাকা ১ শ্রমিকদের দেহ! বাকিদের দেহ খুঁজবে রোবট!

Monday, March 10 2025, 10:51 am
highlightKey Highlights

কেটে গিয়েছে ১৬ দিন, এখনও উদ্ধার করা যায়নি তেলেঙ্গনার নির্মীয়মান সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের।


কেটে গিয়েছে ১৬ দিন, এখনও উদ্ধার করা যায়নি তেলেঙ্গনার নির্মীয়মান সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। ১৬ দিনের মাথায়, রবিবার এক জন শ্রমিকের দেহের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এই আবহে আটক শ্রমিকদের খুঁজতে আগামী মঙ্গলবার থেকে রোবট নামানোর ঘোষণা করেছে তেলেঙ্গনা সরকার। দুর্ঘটনাস্থলের শেষ ৭০ মিটারে এই বিশেষ রোবটের ব্যবহার করবে উদ্ধারকারীর দল। পাশাপাশি, বাকি সাতজন সুড়ঙ্গে ঠিক কোন স্থানে রয়েছে, তা বুঝতেও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নামানোর কথাও জানানো হয়েছে প্রশাসন তরফে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File