Islampur | আহিরীটোলা, বাগুইআটির পর এবার ইসলামপুর! ফের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার দেহ!

উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনাখোদা এলাকার বাইপাসের পাশে ভুট্টা খেত থেকে ট্রলিতে ভরা দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
ফের রাজ্যে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার দেহ! আহিরীটোলা, বাগুইআটির পর এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনাখোদা এলাকার বাইপাসের পাশে ভুট্টা খেত থেকে ট্রলিতে ভরা দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শুক্রবার সকালে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুট্টা ক্ষেতে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে ট্রলি ব্যাগটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক অনুমান, মৃতের বয়স ৪৫ বছর। তবে মৃতের নাম পরিচয় কিছুই এখনো জানা যায়নি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তর দিনাজপুর
- ক্রাইম
- খুন