Sunita Williams | বডি ফ্লুইড জমেছে মাথায়! মহাকাশে কেমন রয়েছেন সুনীতা উইলিয়ামসরা?

Monday, December 9 2024, 1:05 pm
highlightKey Highlights

প্রায় ৬ মাস হয়ে গিয়েছে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী নভোশ্চর বুচ উইলমোর।


প্রায় ৬ মাস হয়ে গিয়েছে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী নভোশ্চর বুচ উইলমোর। বর্তমানে কেমন রয়েছেন তারা? নাসা জানিয়েছে, সুনীতা ও বুচ রোজ কমপক্ষে আট ঘণ্টা ঘুমোচ্ছেন। তাঁদের ওজন যাতে কমে না যায় সেজন্য স্পেস স্টেশনে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার ও পানীয়ের ব্যবস্থা করা আছে। মহাকাশ থেকে সুনীতা নিজেই জানান যে তিনি ভাল আছেন, সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। তবে দীর্ঘদিন মহাকাশে থাকায় বডি ফ্লুইড সব মাথায় গিয়ে জমেছে। ফলে, শরীরের তুলনায় মাথা বড় দেখাচ্ছে তার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File