Manipur । উদ্ধার ৬ জনের লাশ, অশান্ত মনিপুরে জারি কারফিউ, বন্ধ করা হল ৭ জেলার ইন্টারনেট পরিষেবা
উদ্ধার মেইতেই গোষ্ঠীর ৬ জনের লাশ। মণিপুরে বিক্ষোভে উত্তাল একাধিক জেলা। ইম্ফলে জারি করা হল কারফিউ। ৭ জেলায় বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা।
সোমবার ত্রাণশিবির থেকে জঙ্গিদের দ্বারা অপহৃত হওয়া মেইতেই গোষ্ঠীর ৬ জনকে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মণিপুরে বিক্ষোভ শুরু হয়েছিল। শুক্রবার রাতে অসম মণিপুর সীমানার জিরি নদীতে ১ মহিলা, ২ শিশুকন্যা এবং শনিবার বাকি ২ মহিলা ও ১ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর মণিপুরের দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে সুবিচারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এর জেরে শনিবার ইম্ফলে জারি হয় কারফিউ। ৭ জেলায় বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা।