Hamas | গাজা থেকে উদ্ধার ৬ পণবন্দির দেহ, পণবন্দিদের পরিচালনায় 'নতুন নিয়ম' জারি হামাসের
Tuesday, September 3 2024, 9:17 am
Key Highlightsফের গাজা থেকে ৬ পণবন্দির দেহ উদ্ধার করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস।
ফের গাজা থেকে ৬ পণবন্দির দেহ উদ্ধার করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস। তাদের অভিযোগ, ওই ৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছে হামাস জঙ্গিরা। এর পরই নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়েছেন ইজরায়েলিরা। এদিকে ইসরায়েলে ক্ষোভ বাড়তে থাকায়, হামাস জানিয়েছে তারা বন্দীদের পরিচালনা করার বিষয়ে নয়া নিয়ম জারি করেছে। হামাসের কর্মকর্তা আবু উবাইদা বলেন, গাজার নুসিরাত শরণার্থী শিবির থেকে ইসরায়েল তাদের চার নাগরিককে উদ্ধার করার পর এই নির্দেশনা দেওয়া হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- যুদ্ধ
- ইজরায়েল

