Assam । জলভর্তি খনিতে ভাসছে ৩ শ্রমিকের মৃতদেহ, আটক আরও ৯, আসামে চলছে উদ্ধারকাজ
সোমবার রাতে অসমের দিমা হাসাও জেলার একটি কয়লাখনিতে আটকে পড়েন ১২ জন শ্রমিক। তার মধ্যে মঙ্গলবার তিন জনের দেহ ভাসতে দেখা গেলেও বাকিরা এখনও আটকেই।
সোমবার অসমের দিমা হাসাও জেলার একটি কয়লাখনিতে আটকে পড়েন ১২ জন শ্রমিক। খোঁজ পেয়েই উদ্ধারকাজে নেমেছিল ডুবুরি ও ইঞ্জিনিয়ারদের দল। তবে বারবার জল বাড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য। মঙ্গলবার তিন জন শ্রমিকের দেহ ভাসতে দেখা গেলেও বাকিরা এখনও আটকেই। খনিতে নামার গর্তটি প্রায় ১৫০ফুট গভীর। তার মধ্যে প্রায় ১০০ফুট অবধি জল। অনেক চেষ্টা করে ৩০, ৩৫ ফুট নামতে পেরেছে উদ্ধারকারী দল। উদ্ধারকারীদের আশঙ্কা, সময় যত গড়াচ্ছে বাঁচার আশঙ্কা ক্ষীণ হচ্ছে বাকিদের।