খেলাধুলা

Sitanshu Kotak | ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও ভারতীয় দলের নয়া ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাককে নিযুক্ত করলো বোর্ড

Sitanshu Kotak | ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও ভারতীয় দলের নয়া ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাককে নিযুক্ত করলো বোর্ড
Key Highlights

গৌতম গম্ভীরের পছন্দের ভারতীয় দলের ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও নতুন করে ব্যাটিং কোচ নিয়োগ করল বোর্ড।

গৌতম গম্ভীরের পছন্দের ভারতীয় দলের ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও নতুন করে ব্যাটিং কোচ নিয়োগ করল বোর্ড। এবার টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হচ্ছেন নসিএতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সীতাংশু কোটাক। সীতাংশু ২০ বছর সৌরাষ্ট্রের হয়ে রনজি খেলেছেন। ছিলেন দলের অধিনায়ক। ক্রিকেট কেরিয়ার শেষে তিনি দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন ব্যাটিং কোচ হিসাবে। চলতি মাসে ইংল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ব্যাটিং কোচ হিসাবে। অন্যদিকে, এতদিন ধরে ব্যাটিং কোচের ভূমিকায় থাকা অভিষেকের ভূমিকা নিয়ে সংশয় থাকছে।