BNP Leader | বাংলা বিহার ওড়িশা 'দখল' করার হুঁশিয়ারি বিএনপি নেতার! সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়েও সুর চড়ালেন রিজভি
বাংলাদেশে অশান্ত পরিবেশের মাঝেই যুদ্ধ জিগির তুললেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবীর রিজভি।
বাংলাদেশে অশান্ত পরিবেশের মাঝেই যুদ্ধ জিগির তুললেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। হুঁশিয়ারির সুরে তাঁর বক্তব্য, ”যদি ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা বিহার ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা। ন্যায্য অধিকার।” সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে তিনি আরও বলেন, ”যদি ভাবেন, আপনারা আলু পেঁয়াজ বন্ধ করলে আমরা না খেয়ে মরে যাব, তা কিন্তু নয়। উলটে আপনাদের নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, কলকাতার হোটেলগুলি বন্ধ হয়ে যাবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য