খেলাধুলা

Indian U-20 women's team | ইতিহাস গড়লো 'ব্লু টাইগ্রেস'! মায়ানমারকে ১:০ গোলে উড়িয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো ভারতের মেয়েরা

Indian U-20 women's team | ইতিহাস গড়লো 'ব্লু টাইগ্রেস'! মায়ানমারকে ১:০ গোলে উড়িয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো ভারতের মেয়েরা
Key Highlights

২০ বছর পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন ‘নীল বাঘিনী’রা।

রবিবার অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের নিষ্পত্তিমূলক ম্যাচে মায়ানমারকে হারিয়েছে ভারতের মেয়েরা। আর এই জয়ের ফলেই ২০ বছর পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন ‘ব্লু টাইগ্রেস’রা। এদিন ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে গ্রুপ ডি’র ম্যাচের ২৭ মিনিটে ভারতের হয়ে একমাত্র জয়সূচক গোল করেন পূজা। মায়ানমারকে ১:০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ‘নীল বাঘিনী’রা। উল্লেখ্য, গত মাসে এএফসি মহিলা এশিয়ান কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারতের সিনিয়র মহিলা ফুটবল দল। এবার শিঁকে ছিড়লো জুনিয়র দলেরও।