Adhir Ranjan Chowdhury | তোলাবাজির দায়ে গ্রেপ্তার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক

দেদার তোলাবাজির অভিযোগ। হলদিয়া থেকে গ্রেপ্তার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক।
মঙ্গলবার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক প্রদীপ্ত রাজপণ্ডিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ধৃত প্রদীপ্ত নীল বাতি লাগানো গাড়িতে ঘুরতেন। নিজের পরিচয় দিতেন আইএএস অফিসার বলে। তার আসল বাড়ি হলদিয়ার সুতাহাটায়। থাকতেন দিল্লিতে। সূত্রের খবর, তাঁর সঙ্গে বিজেপির বহু নেতার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশেই দেখা গিয়েছিল প্রদীপ্তকে। এই ক্ষমতা কাজে লাগিয়ে দেদার তোলাবাজি করতেন প্রদীপ্ত। এদিন হলদিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।