SIR-BLO | SIR-এর কাজের জন্যে BLO-দের দেওয়া হচ্ছে বিশেষ কিট ব্যাগ, কী কী থাকছে ব্যাগে?

মঙ্গলবার অর্থাৎ ৪ নভেম্বর থেকে বিএলও-রা এনিউমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। প্রতি BLO-কে একটি করে কিট দেওয়া হয়েছে।
প্রশাসন থেকে দেওয়া BLOদের পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি কিট ব্যাগে থাকছে ১) ECI-এর লোগো দেওয়া BLO লেখা ক্যাপ, ২) BLO-এর রেজিস্টার,৩) BLO-এর আইডি কার্ড, ৪) বুথ লেভেল অফিসারদের জন্য হ্যান্ড বুক থাকবে,৫) CEO এবং DEO-এর ওয়েবসাইটের লিঙ্কের তালিকা দেওয়া একটি ব্রোশিওর, ৬) লেখার জন্য পর্যাপ্ত কাগজ, ৭) খালি রেজিস্টার, ৮) পেন,পেন্সিল-সহ যাবতীয় স্টেশনারি সামগ্রী, ৯) নাম তোলা, নাম বাদ দেওয়া, নাম ও ঠিকানা সংশোধন এবং বদলের জন্য প্রয়োজনীয় ফর্ম থাকবে। মোট ৮০৬৮১ জন BLOকে নিয়ে SIR এর কাজ স্টার্ট হবে।
-  Related topics - 
 - দেশ
 - স্পেশাল ইনটেনসিভ রিভিশন
 - সিএসআইআর
 - ভারত
 - রাজ্য
 
