Manipur CM Resigns | রক্তক্ষয়ী মনিপুর, ঘরে-বাইরে চাপের মুখে পদত্যাগ মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের

মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এন বিরেন সিং। কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের আশঙ্কা এবং কেন্দ্রের চাপে তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন।
গত দেড় বছর ধরে উতপ্ত মণিপুর। জাতিহিংসা থেকে দুর্যোগ, ঘরছাড়া হয়েছে সে রাজ্যের জনগণ, মৃত কয়েকশো মানুষ। এর জেরে ঘরে বাইরে চাপে পড়ছিলো মণিপুরের গেরুয়া সরকার এবং মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। রবিবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর ইম্ফলে ফিরে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। সূত্রের খবর, মণিপুরে অনাস্থা প্রস্তাব আনতে চলেছিল কংগ্রেস। সেখানে সরকারের অবশ্যম্ভাবী পতনের আশঙ্কা থেকেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
- Related topics -
- দেশ
- রাজনৈতিক
- বিজেপি
- মনিপুর
- পদত্যাগ
- মুখ্যমন্ত্রী
- ভোট পরবর্তী হিংসা
- রাজ্যপাল