আন্তর্জাতিক

Balochistan | BLF-র হামলায় মৃত ১০ পাক সেনা, আরও তীব্র স্বাধীন বেলোচিস্তানের দাবি!

Balochistan | BLF-র হামলায় মৃত ১০ পাক সেনা, আরও তীব্র স্বাধীন বেলোচিস্তানের দাবি!
Key Highlights

আবারও পাক সেনার উপর মারণ হামলা চালালো বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন ফ্রন্ট (BLF)।

আবারও পাক সেনার উপর মারণ হামলা চালালো বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন ফ্রন্ট (BLF)। সূত্রের খবর, পাকিস্তানের ঝাও, বারখান, তুম্প এবং তুরবতের একাধিক জায়গায় হামলা চালিয়েছে বালোচিস্তানের স্বাধীনতাকামী এই সংগঠন। এই হামলায় মৃত্যু হয়েছে পাকিস্তানের অন্তত ১০ জন সেনা জওয়ানের, এমনটাই দাবি বিএলএফের।উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালোচিস্তানের জনগণ।