New Delhi | অপারেশন সিঁদুরের আবহেই রাজধানীতে ‘ব্ল্যাকআউট’! প্রায় ১৫ মিনিট অন্ধকারে নয়াদিল্লি!
Thursday, May 8 2025, 3:04 am

সন্ধ্যা ৮টা থেকে ৮টা ১৫ পর্যন্ত- প্রায় পনেরো মিনিট সম্পূর্ণ ‘ব্ল্যাকআউটে’ রইল নয়াদিল্লি।
পাহেলগাওঁ হামলার বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ মিশনে পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র। সারা দেশে চলছে মক ড্রিল। এই মক ড্রিলের আওতায় পড়েছে দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গা। এই মহড়ার অংশ হিসেবে সন্ধ্যা ৮টা থেকে ৮টা ১৫ পর্যন্ত প্রায় ১৫ মিনিট সম্পূর্ণ ‘ব্ল্যাকআউটে’ রইল নয়াদিল্লি। অন্ধকারে ঢাকলো বাড়ি, অফিস, রাস্তাঘাট, ইন্ডিয়া গেট, দূতাবাস ও অন্যান্য প্রশাসনিক ভবন। তবে ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল, ওষুধের দোকানগুলিকে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- দিল্লি হাইকোর্ট
- মহড়া পরীক্ষা
- পহেলগাঁও জঙ্গি হামলা
- অপারেশন সিঁদুর
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার