Key Highlights
কফি আর লেবুর রস এই দুটো উপাদানই হল পুষ্টিতে পরিপূর্ণ। কফি আমাদের শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে। কিন্তু তা দুধ, চিনি ছাড়া খেতে হবে অর্থাৎ ব্ল্যাক কফি। তাছাড়া ব্ল্যাক কফি খেলে খিদে কম পায়, শরীরের এনার্জি বৃদ্ধি পায়। অনেকেই ওজন হ্রাসের জন্য বা দেহকে টক্সিন মুক্ত রাখতে খালি পেটে গরম জলে লেবুর রস খায়। এর সাথে এক চামচ কফি মিশিয়ে সেই জল পান করলে তা শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে। পাশাপাশি শরীরের মেটাবলিজম বাড়বে। কিন্তু এই পানীয়টি খালি পেটে খাওয়া স্বাস্থ্যকর নয়।
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- কফি