Black Box | মিললো ‘ব্ল‍্যাক বক্স’! এবার জানা যাবে আহমেদাবাদে বিমান দুর্ঘটনার আসল কারণ! জানেন এই ‘ব্ল‍্যাক বক্স’ কী?

Friday, June 13 2025, 6:56 am
Black Box | মিললো ‘ব্ল‍্যাক বক্স’! এবার জানা যাবে আহমেদাবাদে বিমান দুর্ঘটনার আসল কারণ! জানেন এই ‘ব্ল‍্যাক বক্স’ কী?
highlightKey Highlights

খুঁজে পাওয়া গেলো আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের একটি ‘ব্ল‍্যাক বক্স’।


খুঁজে পাওয়া গেলো আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের একটি ‘ব্ল‍্যাক বক্স’। ইতিমধ্যেই DGCIর ডিরেক্টর জেনারেলের কাছে ওই ব্ল্যাক বক্সটি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটি খতিয়ে দেখলেই দুর্ঘটনার কারণ, শেষ মুহূর্তে কী হয়েছিল, সবটা জানা যাবে। উল্লেখ্য, সব বিমানেই দুটি ‘ব্ল‍্যাক বক্স’ থাকে। একটি থাকে ককপিট ভয়েস রেকর্ডার (CVR)। অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR)। কোনও দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কী ঘটেছিল, অক্ষাংশ দ্রাঘিমাংশের হিসেব, কোনদিকে বিমান যাচ্ছিল, কত স্পিড ছিল এমন মোট ৮০ রকমের তথ্য জানা যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File