Bangla Bandh | বুধবার ১২ ঘন্টার ধর্মঘটের ডাক বিজেপির! 'ধর্মঘট মানা হবে না' সাফ জানিয়ে একাধিক নির্দেশিকা নবান্নর
আগামীকাল, তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক বিজেপির।
আগামীকাল, তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক বিজেপির। বৃহস্পতিবার থেকে ধর্মতলায় লাগাতার ধরনা কর্মসূচির কথাও জানান সুকান্ত মজুমদার। আগামী ৩০ আগস্ট রাজ্য মহিলা কমিশন ঘেরা, আগামী ২ সেপ্টেম্বর গোটা রাজ্যে জেলাশাসকের দপ্তর দিনভর ধরনা দেবেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিকে, আগামিকাল বাংলাকে সচল রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন। ধর্মঘট কোনওভাবে মানা হবে না, সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।