Bangla Bandh | মানকুণ্ডু স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ

Wednesday, August 28 2024, 9:38 am
Bangla Bandh | মানকুণ্ডু স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ
highlightKey Highlights

হাওড়া-বর্ধমান শাখার মেন লাইনের মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধের জেরে ধন্ধুমার বাধে।


বিজেপির ডাকা বন্‌ধে রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিক্ষোভ, সংঘর্ষ।অবরোধ করা হয় ট্রেন। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান শাখার মেন লাইনের মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধের জেরে ধন্ধুমার বাধে। পুলিশের বিরুদ্ধে বন্‌ধ সমর্থকদের ওপর লাঠিচার্জের অভিযোগ তোলে বিজেপি। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়েন বিজেপি কর্মীরা। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। মানকুণ্ডু স্টেশন ছাড়াও শ্রীরামপুর, চন্দননগর, হুগলি, হিন্দমোটর, কোন্নগর, ত্রিবেণী স্টেশনেও অবরোধ করা হয়। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। এদিকে একাধিক বিজেপি নেতানেত্রী, সমর্থকদের আটক করে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File