BJP MLA Suspend | এক মাসের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ আরও ৩ বিজেপি বিধায়ক!

Monday, February 17 2025, 7:52 am
highlightKey Highlights

বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির আরও তিন বিধায়ককে সাসপেন্ড করা হল বিধানসভার অধিবেশন থেকে।


বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির আরও তিন বিধায়ককে সাসপেন্ড করা হল বিধানসভার অধিবেশন থেকে। তাদের ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় যে পরিবেশ পরিস্থিতি হয়েছিল, তা নিয়ে সোমবার বিধানসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। বিজেপি এই মুলতুবি নিয়ে আলোচনা করতে চাইলে অধ্যক্ষ জানিয়ে দেন, এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে শুভেন্দু কাগজ ছিঁড়ে ছুড়ে দিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File