Haryana-Jammu Kashmir Election Results | ব্যর্থ বুথ ফেরত সমীক্ষা, হরিয়ানায় হ্যাটট্রিকের পথে বিজেপি! জম্মু ও কাশ্মীরে এগিয়ে ইন্ডিয়া জোট
Tuesday, October 8 2024, 8:00 am
Key Highlights৯০ আসনের হরিয়ানা বিধানসভায় এখনও পর্যন্ত বিজেপি জিতেছে বা এগিয়ে রয়েছে ৫০ আসনে।
হরিয়ানায় হ্যাটট্রিকের পথে বিজেপি। বেলা যত গড়িয়েছে, ততই ফলাফল ঢলে পড়েছে বিজেপির দিকে। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় এখনও পর্যন্ত বিজেপি জিতেছে বা এগিয়ে রয়েছে ৫০ আসনে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে বিজেপিকে পিছনে ফেলেছে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও সিপিআইএমের জোট। বুথ ফেরত সমীক্ষায়, জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু ফল হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এখনও পর্যন্ত ফলাফলের যা প্রবণতা, তাতে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোটই।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর
- হরিয়ানা সরকার
- বিজেপি
- কংগ্রেস

