শহর কলকাতা

Rakesh Singh | বিধান ভবনে ভাঙচুর! ট্যাংরা থেকে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং

Rakesh Singh | বিধান ভবনে ভাঙচুর! ট্যাংরা থেকে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং
Key Highlights

প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে অবশেষে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কুকথা বলার অভিযোগ উঠেছিল। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, রাকেশ প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুর করেন। রাহুল গান্ধীর ছবিতে লেপা হয় কালো কালিও। এরপর এন্টালি থানায় রাকেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কংগ্রেস। গোপন সূত্রে খবর পেয়ে রাত ২টা নাগাদ ট্যাংরার এক ফ্ল্যাটে হানা দিয়ে রাকেশকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে তাঁর ছেলেও।