Dilip Ghosh | ' রাফ অ্যান্ড টাফ' দিলীপ থেকে 'সংসারি' দিলীপ! রিঙ্কুর সঙ্গে সম্পন্ন হলো শুভ পরিণয়!

Friday, April 18 2025, 2:28 pm
Dilip Ghosh | ' রাফ অ্যান্ড টাফ' দিলীপ থেকে 'সংসারি' দিলীপ! রিঙ্কুর সঙ্গে সম্পন্ন হলো শুভ পরিণয়!
highlightKey Highlights

বিবাহ জীবনের ইনিংস শুরু করলেন বিজেপি দাপুটে নেতা দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদারের সঙ্গে সম্পন্ন হল পরিণয়।


বিবাহ জীবনের ইনিংস শুরু করলেন বিজেপি দাপুটে নেতা দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদারের সঙ্গে সম্পন্ন হল পরিণয়। শুক্রবার রাজারহাটের বাড়িতেই গোধূলি লগ্নে বিয়ে সারলেন দিলীপ ঘোষ। বর এবং কনেপক্ষ মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা ৪০ জন। জানা গিয়েছে, হিন্দু রীতি মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে মেদিনীপুরের প্রাক্তন সাংসদের বিয়ের পর্ব সম্পন্ন হয়। বিয়ে করতে লাল বেনারসী পরে আসেন কনে রিঙ্কু মজুমদার। এই বেনারসী দিলীপ ঘোষেরই পছন্দ করে দেওয়া বলে জানালেন দিলীপ ঘরণী। উল্লেখ্য, আগামীকাল আবার ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File