Joy Banerjee | প্রয়াত বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়! শোকের ছায়া টলিউড ও গেরুয়া শিবিরে!

সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
প্রয়াত অভিনেতা তথা রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। প্রয়াণকালে বয়স হয়েছিল ৬২। বিদেশ সরকার পরিচালিত অপরূপা ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন জয় বন্দ্যোপাধ্যায়। কাজ করেছেন হীরক জয়ন্তী, জীবন মরণ, অভাগিনী, মিলন তিথি, সিঁথির সিঁদুরের মতো ছবিতে। এরপর তিনি যোগ দেন রাজনীতিতে। প্রথমে তৃণমূল এবং পরে বিজেপিতে যোগদান করেন অভিনেতা। দুবার বিজেপি প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।