Bangla Bandh | রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিজেপির! বাড়ি থেকে আটক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, শ্যামবাজার থেকে আটক লকেট চট্টোপাধ্যায়
Wednesday, August 28 2024, 6:40 am
Key Highlightsআজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে কলকাতার পরিবহণ পরিষেবার উপর সেভাবে প্রভাব পড়লো না।
আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে কলকাতার পরিবহণ পরিষেবার উপর সেভাবে প্রভাব পড়লো না। সকাল থেকেই বাস, মেট্রো পরিষেবা স্বাভাবিক। যদিও ডায়মন্ড হারবার লাইনের উত্তর রাধানগর স্টেশন, লক্ষ্মীকান্তপুর স্টেশন এবং মথুরাপুর স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। এদিকে দুই বিধায়ক সহ কোচবিহারে গ্রেফতার ৩০ বিজেপি কর্মী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সরকারি বাসকে ভাঙচুরের অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আটক লকেট চট্টোপাধ্যায়। বাড়ি থেকে আটক করা হল সজল ঘোষকে।

