Nitish Kumar । বিহারে এনডিএর মুখ হবেন নীতীশই! শরিককে খুশি করতে ঘোষণা গেরুয়া শিবিরের!

Friday, June 7 2024, 6:34 am
highlightKey Highlights

বৃহস্পতিবার বিহার বিজেপির সভাপতি তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ঘোষণা করেছেন, ২০২৫ বিধানসভা নির্বাচন নীতীশের নেতৃত্বেই লড়বে এনডিএ।


২০২৫ বিধানসভা নির্বাচনেও বিহারে এনডিএর মুখ হবেন নীতীশই। গেরুয়া শিবির এই বার্তা শরিককে খুশি করার পাশাপাশি বুঝিয়ে দিলো নীতীশ যদি কেন্দ্রে বড় কোনও পদের প্রত্যাশা করে থাকেন, তাহলে সেটা পূরণ হবে না। বৃহস্পতিবার বিহার বিজেপির সভাপতি তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ঘোষণা করেছেন, ২০২৫ বিধানসভা নির্বাচন নীতীশের নেতৃত্বেই লড়বে এনডিএ। বিহারে এনডিএ এবার ৪০টির মধ্যে ৩০টি আসন পেয়েছে। তাছাড়া সার্বিকভাবে দিল্লির সরকার গড়তে নীতীশকে প্রয়োজন গেরুয়া শিবিরের। তাই এটা তাঁকে খুশি রাখার চেষ্টা বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File