বিনোদন

Kapil Sharma | ফের কপিল শর্মার কানাডার ক্যাফেতে চললো গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের!

Kapil Sharma | ফের কপিল শর্মার কানাডার ক্যাফেতে চললো গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের!
Key Highlights

‘ক্যাপস ক্যাফে’ নামের ওই ক্যাফেতে গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় বার চলল গুলি।

বৃহস্পতিবার ক্যানাডার সারেতে অবস্থিস কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’ নামের ক্যাফেতে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার দায় স্বীকার করে বিষ্ণোই লিখেছেন, ‘সারের ক্যাপস ক্যাফেতে আজকের গুলি চালানোর ঘটনার পিছনে ছিলাম আমি, কুলবীর সিধু এবং গোল্ডি ধিলোঁ। সাধারণ জনগণের প্রতি আমাদের কোনও ক্ষোভ নেই। যারা আমাদের প্রতারণা করে তাঁদের সতর্ক করা হচ্ছে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা বলিউডের ব্যক্তিত্বদেরও প্রস্তুত থাকা উচিত, গুলি যে কোনও জায়গা থেকে আসতে পারে।’ গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ওই ক্যাফেতে চলল গুলি।