পরিবহনবিআইএস-এর অনুমোদিত হেলমেট দেশের টু-হুইলার চালকদের জন্য বাধ্যতামূলক করা হল।
দু’চাকার চালকদের সুরক্ষায় হেলমেটের গুণগত মানদণ্ড বেঁধে দিল ভারত সরকার। এ বার থেকে দেশে শুধমাত্র ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্য়ান্ডার্ড-এর শংসাপত্র সম্বলিত হেলমেটের উৎপাদন এবং ব্যবহার বাধ্য়তামূলক করল কেন্দ্র। শুক্রবার একটি বিবৃতিকে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। মন্ত্রক সূত্রে খবর, এই নির্দেশিকার ফলে দেশে নিম্নমানের হেলমেটের উৎপাদন তথা ব্যবহার এড়ানো যাবে। এই পদক্ষেপের মাধ্যমে পথদুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার থেকেও দু’চাকার চালকদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছে মন্ত্রক। শুক্রবার মন্ত্রকের তরফে ‘হেলমেট ফর রাইডার্স অব টু-হুইলার্স মোটর ভেহিকলস অর্ডার ২০২০’ নামে ওই নির্দেশিকা জারি করা হয়েছে।