রাজ্য বার্ড ফ্লু আতঙ্কে বঙ্গে ক্রমশ চড়ছে মাটনের দাম, মাটনের বিক্রি বেড়েছে ৩০ শতাংশ
দেশের একের পর এক রাজ্যে বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক, আর তার সঙ্গেই পাল্লা দিতে শুরু করেছে পাঁঠার মাংসের দাম। বঙ্গে এখনও অবশ্য থাবা বসাতে পারেনি বার্ড ফ্লু। কিন্তু দেশজোড়া আতঙ্কের মাঝেই চিকেনের বিক্রি ইতিমধ্যে কমে গিয়েছে প্রায় ৪০ শতাংশ। আর উল্টোদিকে মাটনের বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। বিক্রি বাড়ার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দামও। কলকাতার বিভিন্ন বাজারের ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন, সেই খোঁজটা নেওয়া যাক। বেহালা, যাদবপুর, ভবানীপুর, শোভাবাজারের বিভিন্ন বাজারে একধাক্কায় ১০ থেকে ২০ শতাংশ দাম বেড়ে গিয়েছে মাটনের। এই মুহূর্তে তিল্লোত্তমায় পাঁঠার মাংস খাওয়ার রসনাতৃপ্তি করতে হলে কেজি প্রতিতে খরচ করতে হবে ৬৮০ থেকে ৭২০ টাকা।