Fake Dear Lottery Ticket | বীরভূমে পুলিশের জালে জাল লটারির কারবারিরা, বাজেয়াপ্ত হাজার হাজার টাকার টিকিট!

বীরভূমের লাভপুর থানা এলাকায় জাল লটারি বিক্রি হওয়ার খবর পেয়ে অভিযানে নামে পুলিশ।
সারা রাজ্যজুড়ে জাল লটারির রমরমা। জাল লটারির টিকিটের ব্যবসা ফেঁদে বসেছেন অনেক অসাধু ব্যবসায়ী। এবার তেমনই একটা চক্রের খোঁজ মিললো বীরভূমে। বীরভূমের লাভপুর থানা এলাকায় বিখ্যাত লটারি কোম্পানির নামে টিকিট ছাপিয়ে চলছিল লক্ষ লক্ষ টাকার ব্যবসা। বৃহস্পতিবার পুলিশি অভিযানে হাতেনাতে ধরা পড়ল এক জাল লটারি বিক্রেতা। ধৃতের নাম উত্তম মালাকার। চৌহাট্টা রেল স্টেশন সংলগ্ন জায়গায় জাল লটারি বিক্রি করছিলেন তিনি। ধৃতের কাছ থেকে হাজার হাজার টাকার জাল লটারি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- বীরভূম
- কোটিপতি লটারি
- জালিয়াতি
- গ্রেফতার
- পুলিশ প্রশাসন