কলকাতায় করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল ডিসেম্বরে! দিল্লি, মুম্বই,হায়দরাবাদেও হবে ট্রায়াল।
Saturday, November 21 2020, 1:05 pm

কোভিড -১৯ ভ্যাকসিনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আগামী ডিসেম্বরেই বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিসেস-এ ভারত বায়োটেকের তৈরি সম্ভাব্য এই টিকার ট্রায়াল শুরুর অনুমোদন মিলেছে। কলকাতায় শুরু হতে চলেছে কোভিড-টিকার পরীক্ষামূলক প্রয়োগ। নাইসেডে ত্বত্তাবধানে ১০০০ জনের উপর ট্রায়াল চলবে। দুই দলে ভাগ করে ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করা হবে। ২৮ দিনের মাথায় ডোজ পাবেন করোনায় আক্রান্ত রোগীরা। দুই দলের মধ্যে একদলের বেশ কিছু স্বেচ্ছাসেবককে প্ল্যাসেবো দেওয়া হবে। প্রথম ওষুধ প্রয়োগে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রানের মাধ্যমে পরীক্ষা চলবে।
- Related topics -
- করোনা ভাইরাস
- করোনা টিকা
- কোভিড ১৯
- শহর কলকাতা
- করোনা ভ্যাকসিন