Bimal Gurung | SI অমিতাভ মালিক খুন মামলায় জামিন পেলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং
Thursday, January 30 2025, 6:26 pm
Key Highlights
এসআই অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন পাহাড় নেতা বিমল গুরুং।
পাহাড়ে সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং। মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের জামিনের খবরে স্বস্তির হাওয়া মোর্চার অন্দরে। ২০১৭সালে গোর্খাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে দিনের পর দিন উত্তপ্ত হয়েছিল পাহাড়। SI অমিতাভ মালিক সেসময় পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। তপ্ত পরিস্থিতির মধ্যেই পালিয়ে বেড়াচ্ছিলেন মোর্চানেতা বিমল গুরুং। ওই বছরই ১৩ অক্টোবর বিমল গুরুংয়ের খোঁজে শিরুবাড়ির জঙ্গলে তল্লাশি চলাকালীন গুলিতে প্রাণ যায় এসআই অমিতাভ মালিকের।