Bilawal Bhutto | 'নয় জল বইবে, নাহলে ভারতীয়দের রক্ত'! সিন্ধু জলচুক্তি বাতিল নিয়ে হুমকি বিলাওয়াল ভুট্টোর!

Saturday, April 26 2025, 8:27 am
highlightKey Highlights

পাহালগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে সরকারিভাবে নোটিস পাঠিয়েছে ভারত।


পাহালগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে সরকারিভাবে নোটিস পাঠিয়েছে ভারত। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান সিন্ধু নদ থেকে একফোঁটা জলও যেন না পায় তা নিশ্চিত করবে ভারত। এই পদক্ষেপে পালটা হুমকি দিয়েছে পাকিস্তানও। এবার প্রাক্তন পাক বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টোর দাবি, ভারত যাই বলুক সিন্ধু নদ থাকবে পাকিস্তানেরই। এমনকি ”এখান দিয়ে জল বইবে, নয়তো ওদের (ভারতীয়দের) রক্ত বইবে।” বলেও মন্তব্য করেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File